আমরা যারা developer/programmer/designer/coder, অর্থাৎ আমরা যারা সফটয়ার ডেভেলপমেন্ট এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা প্রতিনিয়তই শিখি। কিছু না কিছু শিখেই চলি। শিখতে হয় আমাদের। আমরা হচ্ছি পাথরের মত। আপনি চাইলেই ভরসা করে আমাদের উপর ভর দিয়ে দাড়াতে পারবেন; আপনার প্রজেক্টটা দাঁড় করাতে পারবেন। তাই আমরা হচ্ছি rolling stone এর মত। কখনই নিজেদের গায়ে শ্যাওলা পড়তে দেই না। যাতে আমাদের সম্মানীত ক্লায়েন্টরা আমাদের উপর ভরসা করতে পারেন। আর এই কারণেই আমাদের শিখতে হয়। আর সেই শেখার একটা অংশ হচ্ছে শেখানো। আপনি যত ভাল শিক্ষক, আপনি তত ভাল ছাত্র! তাই আমরা প্রতিনিয়ত যা শিখছি তাই আমাদের নতুন developer/programmer/designer/coder/student এদের সাথে শেয়ার করে নিতে চাই। আর এই চাওয়ার প্রতিফলন হচ্ছে এই blog। এখানে খুব সাধারণ/বেসিক বিষয় থেকে শুরু করে অনেক জটিল ও গভীর বিষয়ও পাবেন। আমরা খুব ছোট ছোট বিষয়ে নিয়ে blog লিখা শুরু করেছি। আস্তে আস্তে বড় ও জটিল বিষয়ের দিকে যাব। আর আমরা চেষ্টা করছি এই blog এর আর্টিকেল গুলাকে বাংলায় লিখতে এবং সাথে প্রচুর ছবি দিতে। অনেকটা ছোট বেলার “ছড়ায় ছড়ায় পড়া” টাইপের ব্যাপার।আর সত্য বলতে, এই বিশাল computer science & engineering এর ভুবনে আমরা তো এখনও ছোটই, তাই না!
http vs https – What is the difference?
Date : 13 Mar 2018
Comments : 0
অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইটে ঢুকলেন, দেখলেন এড্রেস বার এ সাইটের নামের আগে লিখা https:// । আবার তার সাথে সবুজও হয়ে আছে। সব সাইটে কিন্তু এটা থাকে না। তখন অনেকের মনেই প্রশ্ন আসে এর কারন কি? ... Read More →