http vs https – What is the difference?
অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইটে ঢুকলেন, দেখলেন এড্রেস বার এ সাইটের নামের আগে লিখা https:// । আবার তার সাথে সবুজও হয়ে আছে। সব সাইটে কিন্তু এটা থাকে না। তখন অনেকের মনেই প্রশ্ন আসে এর কারন কি? আজকে আমরা http vs https নিয়ে খুবই বেসিক কিছু তথ্য জানব।
http এর পূর্নরুপ হচ্ছে Hypertext Transfer Protocol
http হচ্ছে মুলত কিছু নিয়ম বা প্রটোকল। ওয়েবের ডেটা কমিউনিকেসনের মূল ভিত্তি হচ্ছে এই http । এখন http এবং https এই দুইটা জিনিষের মধ্যে পার্থক্য হচ্ছে একটা s । আর এই s এর অর্থ security. যে http টা নিরাপদ সেটাকেই https বলা হচ্ছে। SSL বা Secure Sockets Layer দিয়ে এই নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই লেয়ার ওয়েব সার্ভার ও ব্রাউজারের মধ্যে একটা encrypted link তৈরি করে।
এই সিকিউরিটি লেয়ার সাধারণত নিশ্চিত করা হয় যেসব ওয়েবসাইটে টাকা পয়সার লেনদেন হয়। আর এই নিরাপত্তা লেয়ারটি থাকলেই এড্রেস বারে সবুজ একটু Lock সাইন দেখায়।